Home

নদী পুনরোদ্ধার প্রকল্প

prosperous-river-of-bangladesh-thumb
Lucky Draw Ticket Purchase via Mobile Banking

Lucky Draw Ticket Purchase

--
Price: 10৳ per ticket

বাংলাদেশের নদীগুলো পুনরোদ্ধার রেতে আমার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছি,

কয়েকটি সার্ব জনীন কার্যক্রম গ্রহণ করলে বাংলাদেশের নদীগুলোকে আমরা সমৃদ্ধ করতে পারি :

  1. নদী ড্রেজিং ও রক্ষণাবেক্ষণ: নদীগুলোর নাব্যতা বাড়ানোর জন্য নিয়মিত ড্রেজিং করা প্রয়োজন। এতে বন্যার ঝুঁকি কমবে এবং নৌপথ সচল থাকবে।

  2. দূষণ নিয়ন্ত্রণ: শিল্পকারখানার বর্জ্য এবং গৃহস্থালির ময়লা নদীতে ফেলার ওপর কঠোর নজরদারি ও শাস্তির ব্যবস্থা করা জরুরি।

  3. বনায়ন ও তীর সংরক্ষণ: নদীর তীরে বনায়ন করা এবং তীর সংরক্ষণের মাধ্যমে ভূমিক্ষয় ও নদী ভাঙন রোধ করা সম্ভব।

  4. নদীভিত্তিক অর্থনীতি উন্নয়ন: নৌপরিবহন, মৎস্যচাষ, এবং পর্যটন শিল্পকে উৎসাহিত করে নদীকে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনা।

  5. জনসচেতনতা বৃদ্ধি: নদী সংরক্ষণ ও ব্যবহারে জনগণের সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষামূলক কর্মসূচি এবং প্রচারণা চালানো দরকার।

  6. সরকারি ও বেসরকারি উদ্যোগ: নদী ব্যবস্থাপনায় সরকারি পরিকল্পনার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়ানো দরকার।

এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করলে নদীগুলো পরিবেশগত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।

  • মাছের পোনা অবমুক্তকরণ: প্রজনন মৌসুমে নদীতে প্রচুর মাছের পোনা ছাড়া।
  • অবৈধ মৎস্য শিকার রোধ: জালিয়াতি ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
  • প্রজনন মৌসুমে সুরক্ষা: মাছের প্রজনন সময় নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা।
  • পানির গুণগত মান উন্নয়ন: নদীর দূষণ রোধ এবং পানির মান বজায় রাখা।
  • প্রাকৃতিক অভয়ারণ্য স্থাপন: নির্দিষ্ট অঞ্চলে মাছের প্রজনন ও বৃদ্ধির জন্য অভয়ারণ্য তৈরি।
  • মৎস্যজীবীদের প্রশিক্ষণ: টেকসই মৎস্য আহরণের জন্য মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়া।
  • Discover